বিশ্ব জাকের মঞ্জিলের ওরস ১৪ ফেব্রম্নয়ারি

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
ফরিদপুর প্রতিনিধি ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলের চার দিনব্যাপী বাৎসরিক ওরস শরিফ শুরু হবে আগামী ১৪ ফেব্রম্নয়ারি। ওইদিন জুমার নামাজের পর হযরত শাহ্‌সূফী খাজাবাবা ফরিদপুরী (কু. ছে. আ.) সাহেবের রওজা মোবারক জিয়ারতের মধ্য দিয়ে ওরস শরিফের আনুষ্ঠানিকতা শুরু হবে। আগামী ১৮ ফেব্রম্নয়ারি ফজর নামাজের পর আখেরি মোনাজাতের মাধ্যমে ওরসের সমাপ্তি হবে। মোনাজাত পরিচালনা করবেন শাহ্‌ সূফী ফরিদপুরী সাহেবের প্রতিনিধি পীরজাদা আলহাজ খাজা মাহ্‌ফুজুল হক মুজাদ্দেদী। বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম ও কর্মী গ্রম্নপের সহকারী প্রধান অধ্যাপক দলিলউদ্দিন জানান, চার দিনব্যাপী ওরস শুরু হবে। \হকোরআন তেলাওয়াত, জিকির-আসকার, মোরাকাবা-মোশাহেদা, ওয়াজ-নসিহত, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। , ফরজ ও সুন্নত ইবাদত-বন্দেগির পাশাপাশি নফল ইবাদত অনুষ্ঠিত হবে।