দুপচাঁচিয়ায় সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে মাঠ

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
দুপচাঁচিয়া (বগুড়া) সংবাদদাতা বগুড়ার দুপচাঁচিয়ায় সরিষার হলুদ ফুলে ফুলে ছেয়ে গেছে মাঠ। ক্ষেতের দিকে চোখ মেলালেই হলুদ ফুলের সমারোহে মন জুড়িয়ে যায়। মন কাড়ানো সরিষার হলুদ ফুলে কৃষকের হাসি যেন একাকার হয়ে গেছে। উপজেলা কৃষি অফিস জানিয়েছে, এবার দুপচাঁচিয়া উপজেলায় ২ হাজার হেক্টর জমিতে সরিষার চাষ করেছে চাষিরা। উফশী জাতের এসব সরিষার মধ্যে রয়েছে বারি-১৪, বারি-১৫ ও বারি-১৭। উপজেলার খিদিরপাড়া গ্রামের কৃষক রাজিবুল ইসলাম ও খনীহারা গ্রামের কৃষক আসাদ আলী জানান, সরিষা একটি লাভজনক ফসল। এতে পরিচর্যা করতে খুব বেশি পরিশ্রম করতে হয় না। প্রতি বছরই তারা সরিষার আবাদ করেন। বিঘা প্রতি ৫-৬ মণ সরিষা উৎপাদন হয়। এবারও ৬-৮ বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। বর্তমানে ক্ষেতের অবস্থা ভালো। ভালোভাবে পরিচর্যা করলে ও আবহাওয়া ভালো থাকলে এবার সরিষার বাম্পার ফলনের আশা করছেন তারা। তবে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার জমিতে আর্দ্রতা বেশি থাকায় সরিষার আবাদ অন্যান্য বারের চেয়ে কম হয়েছে। প্রান্তিক চাষিরা সরিষার আবাদ করে প্রাথমিক অবস্থায় সরিষার ন্যায্যমূল্য পান না। পরবর্তী সময় সরিষার দাম বৃদ্ধি পেলেও ওই সময় তাদের ঘরে বিক্রির জন্য সরিষা আর থাকে না। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজেদুল আলম বলেন, এবার এ উপজেলায় সরিষার ক্ষেতের যে অবস্থা তাতে ভালো ফলনের আশা করছেন তিনি।