সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রতিযোগিতা স্টাফ রিপোর্টার, নেত্রকোনা নেত্রকোনা সরকারি মহিলা কলেজের ৫০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রোববার কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুল হাসানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি প্রতিমন্ত্রীপত্নী অধ্যক্ষ কামরুন্নেছা আশরাফ দীনা। ফারিয়ার নির্বাচন কমলনগর (লক্ষ্ণীপুর) সংবাদদাতা লক্ষ্ণীপুরের কমলনগরে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের (ফারিয়া) নির্বাচনে সভাপতি মো. ওমর ফারুক ও সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম নির্বাচিত হয়েছেন। শনিবার রাতে উপজেলার ফারিয়ার অস্থায়ী কার্যালয়ে এ নির্বাচন হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ, কোষাধ্যক্ষ মো. সবুজ। শোকর্ যালি সোনাতলা (বগুড়া) সংবাদদাতা বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃতু্যতে সোনাতলায় রোববার সকালে শোকর্ যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের সব কর্মকর্তা, দলীয় অঙ্গ-সংগঠনের সব নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। কলেজ পরিদর্শন বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা জামালপুরের বকশীগঞ্জের স্বনামধন্য আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের কার্যক্রম পরিদর্শন করা হয়েছে। শনিবার পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি কলেজ পরিদর্শনকালে তিনি নবনির্মিত প্রধান গেইট ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি আলহাজ গাজী মো. আমানুজ্জান, কলেজের অধ্যক্ষ নূরজাহান বেগম লাকী উপস্থিত ছিলেন। যজ্ঞানুষ্ঠান ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা টাঙ্গাইলের ধনবাড়ীতে দেশ ও জাতির কল্যাণ কামনায় শ্রীশ্রী রাধাগোবিন্দ্র সেবা শ্রমের উদ্যোগে ২৪ প্রহর স্বর্গীয় সুধির কুমার হোড় মহাশয়ের পুণ্যভূমিতে পাঁচ দিনব্যাপী হরিনাম সংকীর্তন ও অষ্টকালীন লীলা কীর্তন রোববার সকালে শেষ হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, পৌরমেয়র খন্দকার মঞ্জরুল ইসলাম তপন, শ্রীশ্রী রাধাগোবিন্দ্র সেবাশ্রমের সভাপতি বাবু কেশব চন্দ্র দাস ও সম্পাদক বাবু অসীম কুমার তালকুদার। রাস্তা পুনর্নির্মাণ কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা নেত্রকোনার কলমাকান্দায় লেংঙ্গুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়ার উদ্যোগে গৌরীপুর পাকা সড়ক হতে বালুচড়া মিশন পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণ কাজের উদ্বোধন রোববার হয়েছে। ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া পরিষদসহ বেসরকারি সংস্থা পপি (সৌহার্দ্য), ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নাজিরপুর এপিসহ স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় এ রাস্তা নির্মাণ করা হয়। হর্ন জব্দ ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহে বিভিন্ন যানবাহন থেকে দুই শতাধিক হাইড্রোলিক হর্ন জব্দ করেছে পুলিশ। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। ঝিনাইদহ জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর সালাহউদ্দিন জানান, উচ্চ আদালতের নির্দেশ মেনে সড়ক মহাসড়কে শব্দদূষণ দূর করতে শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। ভবন উদ্বোধন কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা নেত্রকোনার কলমাকান্দায় রোববার নাজিরপুর ইউনিয়নের আনন্দপুর আলিম মাদ্রাসার প্রশাসনিক চারতলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন আজাদ, সুলতান গিয়াস উদ্দিন, ইসলাম উদ্দিন, জেলা পরিষদ সদস্য ইদ্রিস আলী তালুকদার, নাজিরপুর ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল কুদ্দুছ বাবুল। বস্ত্র বিতরণ পাবনা প্রতিনিধি পাবনা জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শহরের গ্রিন লিফ কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণে রোববার এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ করেন পাবনা জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসিনা খাতুন সীমা।