প্রতিবন্ধীর শরীরে ১৪০ বোতল ফেনসিডিল!

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
ঝিনাইদহ প্রতিনিধি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের জালাল উদ্দীন (৫৫) বছর পাঁচেক গাছ থেকে পড়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে যান। এরপর থেকে তিনি চলাফেরা করেন হুইল চেয়ারে। আর এই প্রতিবন্ধী তাকে পুঁজি করে এতদিন ধরে তিনি মাদক ব্যবসায় করে আসছিলেন বলে জানায় ঝিনাইদহের জেলা গোয়েন্দা পুলিশ। রোববার জীবননগর থেকে ফেনসিডিল নিয়ে ঝিনাইদহ আসার সময় গোয়েন্দা পুলিশের হাতে আটক হন তিনি। এ সময় তার শরীরে তলস্নাশি চালিয়ে ১৪০ বোতল ফেনসিডিল জব্দ করে ডিবি পুলিশ। এ সময় তাকে বহন করা ইজিবাইক চালক রাজু মন্ডলকেও আটক করা হয়। জেলা ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুরের কাগমারী এলাকায় তলস্নাশি চালিয়ে তাদের আটক করা হয়।