জয়পুরহাটে চতুর্ভুজ শিবলিঙ্গের মূর্তি উদ্ধার

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২০, ০০:০০

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাইয়ে একটি পুকুর পুনঃখননের সময় প্রায় ৩০ কেজি ওজনের চতুর্ভুজ শিবলিঙ্গ পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার চকবলি গ্রাম থেকে কালাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবারক হোসেন পারভেজ মূর্তিটি উদ্ধার করেন। উদ্ধার হওয়া মূর্তি এক নজর দেখার জন্য সেখানে কয়েক শত লোকের সমাগম ঘটে। কালাই উপজেলা নির্বাহী অফিসার মোবারক হোসেন পারভেজ বলেন, উপজেলার চকবলি গ্রামে মৃত আয়ন আলীর ছেলে বাবলু আকন্দর একটি পুকুর পুনঃখনন করেন। সেই পুকুর খনন করার সময় প্রায় ৩০ কেজি ওজনের চতুর্ভুজ শিবলিঙ্গ পাথরের মূর্তি পান। স্থানীয়রা বিষয়টি তাকে জানালে কালাই থানা পুলিশের সহযোগিতায় ও স্থানীয় মাত্রাই ইউপির চেয়ারম্যান আ.ন.ম. শওকত হাবিব তালুকদার লজিককে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তিনি মূর্তিটি উদ্ধার করে নিয়ে আসেন। ধূসর সাদা রং-এর ১৮ ইঞ্চি দৈর্ঘ্য ও ৩৪ ইঞ্চি প্রস্থ এই মূর্তিটি কত বছর আগে তৈরি হয়েছে এবং এর মূল্য কত তা জানা নেই। ধারণা করা হচ্ছে, হিন্দু জমিদাররা পূজা অর্চনার জন্য মূর্তিটি তৈরি করেছিলেন। নিয়ম অনুযায়ী মূর্তিটি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হবে। উপজেলার মাত্রাই ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডল বলেন, মাত্রাই ইউনিয়নে এক সময় বলিরাজা নামে হিন্দু জমিদার ছিলেন। তাই এখানে এই ধরনের মূর্তি পাওয়া সম্ভব।