কালেক্টরেট সহকারী কর্মচারীদের কর্মবিরতি

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২০, ০০:০০

স্বদেশ ডেস্ক
জামালপুরে দুই দফা দাবিতে কর্মবিরতী পালন করে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি -যাযাদি
পদবি ও বেতন গ্রেড পরিবর্তনের দাবিতে দেশের বিভিন্ন স্থানে কর্মবিরতি পালন করছেন কালেক্টরেট অফিসের সহকারীরা। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) ডাকে এ কর্মসূচি পালন করছেন তারা। স্টাফ রিপোর্টার, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর: নেত্রকোনা: দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) নেত্রকোনা জেলা শাখার নেতারা। কালেক্টরেট ভবনে কর্মরত সকল কর্মচারী সকালে ২ ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন। এ সময় বক্তব্য রাখেন সমিতির জেলা শাখার সভাপতি দিলওয়ারুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক সাখাওয়াত জাহান খান, সহসভাপতি শেখর চন্দ্র সরকার, সফির উদ্দিন, যুগ্ম সম্পাদক নয়ন চক্রবর্তী, রত্না রায়, রতন কুমার বর্মণ প্রমুখ। মাদারীপুর: বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান করে সমাবেশ করেন কর্মচারীরা। সমাবেশে বক্তব্য রাখেন সমিতির সভাপতি আশরাফুল ইসলাম, সহসভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন প্রমুখ। জামালপুর: মঙ্গলবার সকালে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে দ্বিতীয় দিনের মতো এ কর্মবিরতি পালন করে তৃতীয় শ্রেণিতে কর্মরতরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুই ঘণ্টার এ কর্মবিরতিতে জামালপুর বাকাসসর সভাপতি শামস উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আকন্দ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সুলতান উদ্দিন, আনিছুর রহমান প্রমুখ। গোপালগঞ্জ: গোপালগঞ্জে জেলা প্রশাসনের অধীন তৃতীয় শ্রেণির কর্মচারীরা ২য় দিনের মতো কর্মবিরতি পালন করেছে। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির সহসভাপতি শেখ হাফিজুর রহমান কালেক্টরেট সহকারী নুর ইসলাম খান, কামরুজ্জামান, নাহিদা বেগম, জেসমিন সুলতানা, পলাশ সরকার প্রমুখ। বারিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও): মঙ্গলবার সকালে বালিয়াডাঙ্গি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক আতিকুর রহমান জানান, দাবি কার্যকর না করা হলে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত এ কর্মবিরতি চলবে।