সিঙ্গাইরে ১০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২০, ০০:০০

সিঙ্গাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ধলস্না ইউনিয়নের ধলেশ্বরী নদীর তীর দখল করে গড়ে ওঠা দশটি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। সোম ও মঙ্গলবার এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদুর রহমান। উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, ধলস্না ইউনিয়নের চরজলিল, ফোর্ডনগর, ধলস্না ও গাজিন্দা মৌজায় ধলেশ্বরী নদীর তীর দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনার মালিকদের একাধিকবার নোটিশ দেয়ার পরও স্থাপনা না সরানোয় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদুর রহমান বলেন, ধলেশ্বরী নদীর তীর দখল করে অবৈধভাবে গড়ে ওঠা তিনটি শিল্প প্রতিষ্ঠান ও কয়েকটি বাড়িসহ মোট দশটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।