ঠিকানা পাচ্ছেন যশোরের ভূমিহীন তিন নারী

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২০, ০০:০০

স্টাফ রিপোর্টার, যশোর
যশোরের হতদরিদ্র ভূমিহীন তিন নারী অঞ্জলি, শিউলি ও নুপুর পেতে যাচ্ছেন তাদের স্থায়ী ঠিকানা। জেলা প্রশাসন ও তিনটি উন্নয়ন সংস্থার উদ্যোগে তাদের বাড়ি করে দেয়া হচ্ছে। সদর উপজেলার ফতেপুর বাউলিয়া গ্রামে তাদের মাথা গোঁজার আশ্রয় হচ্ছে। বৃহস্পতিবার যশোরের জেলা প্রশাসক শফিউল আরিফ এই বাড়ি নির্মাণকাজের উদ্বোধন করেন। উন্নয়ন সংস্থা 'ধারা' নির্বাহী পরিচালক লিপিকা দাশগুপ্তা জানান, 'ধারা' ও 'সিলভিপ' আর্থিক সহায়তা দিয়ে হতদরিদ্রদের গৃহনির্মাণ করে থাকে। ছয় মাস আগে যশোরের জেলা প্রশাসক এই প্রকল্পের বিষয়ে অবহিত হন। এরপর জেলা প্রশাসনও এর সঙ্গে যুক্ত হয়ে ওই তিন নারীর প্রত্যেকের জন্য প্রায় সাড়ে ৬ লাখ টাকা ব্যয়ে দুই কক্ষবিশিষ্ট এক ইউনিটের বাড়ি করে দেয়া হচ্ছে। এডাব যশোরের সাধারণ সম্পাদক শাহজাহান নান্নু জানান, উন্নয়ন সংস্থা 'বঞ্চিতা' এবং উপকারভোগীদের যৌথ উদ্যোগে ওই গ্রামে দশটি পরিবারের জন্য সাড়ে ১৪ শতক জমি কেনা হয়েছে। ওই জমিতে ছিন্নমূল হতদরিদ্র ওই তিন নারীর জন্য ঘর নির্মাণের কাজ শুরু হয়েছে। উদ্বোধনকালে জেলা প্রশাসক শফিউল আরিফ বলেন, বাউলিয়ায় কয়েকটি পরিবারের জন্য প্রশাসন ও উন্নয়ন সংস্থার এ পদক্ষেপ নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। এদিকে অঞ্জলি, শিউলি ও নুপুর মাথা গোঁজার ঠাঁই পেয়ে জেলা প্রশাসন, বঞ্চিতা, ধারাসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান।