কাপাসিয়ায় ১২১ শিক্ষার্থী পেল মেধা বিকাশ বৃত্তি

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা গাজীপুরের কাপাসিয়ায় পঞ্চম ও অষ্টম শ্রেণির দরিদ্র ১২১ শিক্ষার্থীকে মেধা বিকাশ বৃত্তি দিয়েছে শাহজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশন। শুক্রবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ফাউন্ডেশনের চেয়ারম্যান ইকবাল হোসাইনের সভাপতিত্বে ও সম্পাদক হুমায়ুন কবির শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ'লীগের সভাপতি মুহম্মদ শহীদুলস্নাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. আমানত হোসেন খান, ইউএনও ইসমত আরা, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ প্রমুখ। সংগঠনটি ২০০৯ সাল থেকে এই মেধা বিকাশ মূল্যায়ন পরীক্ষার আয়োজন করে আসছে। ২০১৯ সালের ১৮ অক্টোবর লোহাদী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ৪৮৯ ও অষ্টম শ্রেণির ২৪৬ শিক্ষার্থীর অংশগ্রহণে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।