চাঁদপুরে ৮৬ কোটি ৬৭ লাখ টাকা খেলাপি ঋণ

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
চাঁদপুর প্রতিনিধি চাঁদপুরের ব্যাংকগুলোতে অক্টোবর ২০১৯ পর্যন্ত মেয়াদোত্তীর্ণ বা খেলাপি ঋণের পরিমাণ ৮৬ কোটি টাকা ৬৭ লাখ ৩৩ হাজার টাকা। জেলার সকল সোনালী, জনতা, অগ্রণী, কৃষি, কর্মসংস্থান, রূপালী ও বেসিক ব্যাংকে ওই টাকা মেয়াদোত্তীর্ণ বা খেলাপি হিসেবে পড়ে রয়েছে। এর মধ্যে জেলার সব উপজেলায় ৯৫০টি অনিষ্পন্ন সার্টিফিকেট মামলার বিপরীতে ২ কোটি ৮৭ লাখ ৮৭ হাজার টাকা রয়েছে। সংশ্লিষ্ট ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সূত্র মতে, সোনালী ব্যাংকের ২০ শাখায় মেয়াদোত্তীর্ণ ঋণের পরিমাণ ১৭ কোটি ১ লাখ ৬৩ হাজার টাকা, অগ্রণী ব্যাংকের ২০ শাখায় ১৯ কোটি ৬২ লাখ ৭১ হাজার টাকা, জনতা ব্যাংকের ১৫ শাখায় ৭ কোটি ৩৪ লাখ ৩৫ হাজার টাকা, বাংলাদেশ কৃষি ব্যাংকের ২৮ শাখায় ২৯ কোটি ২৬ লাখ টাকা। কর্মসংস্থান ব্যাংকের ৪ শাখায় ২ কোটি ২৯ লাখ ২৪ হাজার টাকা, রূপালী ব্যাংকের ৮ লাখ ৯০ হাজার টাকা এবং বেসিক ব্যাংকের মেয়াদোত্তীর্ণ ঋণের পরিমাণ হচ্ছে ১ কোটি ৪ লাখ টাকা। জেলার ওইসব ব্যাংকগুলোতে অক্টোবর ২০১৯ পর্যন্ত আদায়যোগ্য বকেয়া রয়েছে ৩৮১ কোটি ৮৭ লাখ ৮ হাজার টাকা। এদিকে দেশে ঋণখেলাপি ৮ হাজার ২৩৮ ব্যক্তি বা কোম্পানির তালিকা জাতীয় সংসদে প্রকাশ করা হয়েছে।