ঝিনাইদহে জাতীয় নজরুল সম্মেলন শুরু

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২০, ০০:০০ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২০, ১০:৪৩

অনলাইন ডেস্ক
ঝিনাইদহে তিনদিন ব্যাপী জাতীয় নজরুল সম্মেলন উদ্বোধন করেন সংসদ সদস্য খালেদা খানম, ইবি উপাচার্য ড. হারুন অর রশিদ আশকারী, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পুলিশ সুপার হাসানুজ্জামান -যাযাদি
ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহে তিনদিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শুরু হয়েছে। কবি নজরুল ইনস্টিটিউটের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ সস্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে নজরুলর্ যালি বের করা হয়।র্ যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। এরপর সেখানে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করা হয়। এ সময় সংসদ সদস্য খালেদা খানম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন অর রশিদ আশকারী, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার হাসানুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন। \হসম্মেলনে প্রতিদিন বিকালে নজরুলের জীবনের উপর প্রামাণ্য চিত্র এবং সন্ধ্যার পর থেকে কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশিত হবে।