সিলেটে ৭২ ঘণ্টার ট্রাক ধর্মঘট শুরু

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২০, ০০:০০ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২০, ১০:৫৬

অনলাইন ডেস্ক
সিলেট অফিস সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ, গোয়াইনঘাটের জাফলংসহ অন্য সব পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে ৭২ ঘণ্টার ধর্মঘট শুরু করেছে জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন। সিলেট জেলায় এ ধর্মঘট ডেকেছে সিলেট জেলা ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদ ও সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। শনিবার ভোর ৬টা থেকে পূর্বঘোষিত ধর্মঘট শুরু হয়। এতে নগরীসহ জেলার কোথাও পণ্যপরিবাহী ট্রাক চলাচল করতে দেখা যায়নি। সিলেট-কোম্পানীগঞ্জ বঙ্গবন্ধু আঞ্চলিক মহাসড়ক, সিলেট-তামাবিল মহাসড়কসহ সব সড়কে ট্রাক চলাচল বন্ধ রেখে শ্রমিকরা ধর্মঘট করছে। ধর্মঘটের কারণে সকালে সবজিবাহী কোনো ট্রাকও সিলেটে প্রবেশ করেনি।