বাল্যবিবাহের দায়ে ১০ জনের জরিমানা

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২০, ০০:০০ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২০, ১০:৫৮

অনলাইন ডেস্ক
শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা বগুড়ার শিবগঞ্জে বাল্য বিবাহের আসর থেকে ১০ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ১ লক্ষ ২০ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ থানা পুলিশের সহযোগিতায় উপজেলার মহাস্থান সহিদুলের বাড়িতে বাল্য বিবাহের আসর থেকে বর, মুন্সিসহ ১০ জনকে আটক করে। আটকরা হলেন- বর শিবগঞ্জ থানার বিহারপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে মিনারুল (১৯), আব্দুল হাইয়ের ছেলে শাহজাহান আলী (৪৭), ভরিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৪০), মহাস্থান গ্রামের ওহেদ আলীর ছেলে আব্দুর রশিদ (৪২), আজিমুদ্দিনের ছেলে তোফাজ্জল হোসেন (৩৮), আফজাল হোসেনের ছেলে মাহবুল আলী (২৫), মৃত তমজেদ আলীর ছেলে হামিদ (মুন্সি), বগুড়া সদর থানার লাহিড়িপাড়া গ্রামের নূর আলমের ছেলে শাহ আলম (২১), কোরবান আলীর ছেলে আনিছার (২৯) ও মজনু মিয়ার ছেলে হোসেন আলী (৬১)। \হনির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ্‌ মোহাম্মদ হাসনাত জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা, জ্বালানি কাঠ ব্যবহার ও টিনের চিমনি ব্যবহার করায় পিরোজপুর ও বারবাজার এলাকার দু'টি ভাটা মালিককে সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ভাটাই ব্যবহৃত টিনের তৈরি চিমনি ভেঙে দেওয়া হয়।