শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শিক্ষায় পার্শ্ববর্তী দেশের চেয়ে এগিয়ে বাংলাদেশ পরিকল্পনামন্ত্রী

জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
  ২৭ জানুয়ারি ২০২০, ০০:০০
সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্রজনাথ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসবে বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান -যাযাদি

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, বাংলাদেশ এখন পার্শ্ববর্তী দেশের চেয়ে এগিয়ে বলে মন্তব্য করেছেন। দেশের বর্তমান শিক্ষারমান ভারত ও পাকিস্তানের চেয়ে অনেক ভালো।

শনিবার বিকাল ৫টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নে ১৯১৯ সালে প্রতিষ্ঠা হওয়া ব্রজনাথ উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় তিনি আরও বলেন, দেশে এখন শুধুমাত্র আস্থা ও সাহসের প্রয়োজন। এখন শুধুমাত্র অসাম্প্রদায়িক একটি রাষ্ট্রের প্রয়োজন। যেখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সমান সুযোগ-সুবিধা নিয়ে বসবাস করতে পারে। আমাদের দেশের এখন অনেক সম্পদ রয়েছে। বর্তমান সময়ে প্রত্যেকটি গ্রামাঞ্চলে রাস্তা-ঘাটসহ প্রত্যেকটি ঘরে ঘরে বিদু্যতের আলো জ্বলছে।

শতবর্ষ উদযাপনের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন ও ইউএনও মাহফুজুল আলম মাসুম। এছাড়াও জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা শতবর্ষ উৎসব উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের বিখ্যাত শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<86089 and publish = 1 order by id desc limit 3' at line 1