গ্রামীণ সংস্কৃতি যুবকদের মাদক থেকে দূরে রাখে :কৃষিমন্ত্রী

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২০, ০০:০০

ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, গ্রামীণ সংস্কৃতি যুব সমাজকে মাদক থেকে দূরে রাখে। ঘোড়দৌড় আবহমান বাংলার একটি লোকজ সংস্কৃতি। এটি নির্মল আনন্দের উৎস। ঘোড়দৌড়কে ঘিরে এলাকায় যে উৎসবের আমেজ সৃষ্টি হয় তা অন্য কিছুতে পাওয়া যায় না। আমাদের সমাজ তথা দেশের যুব সমাজকে মাদক ও নেশা থেকে দূরে রাখতে গ্রামীণ সংস্কৃতি ঘোড়দৌড়, নৌকাবাইচসহ সব ধরনের গ্রাম্য বিনোদনকে বাঁচিয়ে রাখতে হবে। শনিবার বিকালে টাঙ্গাইলের মধুপুরের আকাশী বঙ্গবন্ধু ক্লাব বার্ষিক দ্বাদশতম এ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আকাশী বঙ্গবন্ধু ক্লাবের সভাপতি আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তারি কাদিরি, অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা, উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার শফিউদ্দিন মনি, মেয়র মাসুদ পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির আমেদ শরীফ, যষ্ঠিনা নকরেক, আওয়ামী লীগ নেতা সিদ্দিক হোসেন খান, সাংবাদিক ড. বায়েজিদ মোড়ল, ওয়ালটনের পরিচালক এস.এম জাহিদ হাসান প্রমুখ। আয়োজকরা জানান, জনমনে নির্মল বিনোদন এবং বিলুপ্তপ্রায় লোকসংস্কৃতির পুনরুদ্ধারই এ আয়োজনের মূল লক্ষ্য। এবারও টাঙ্গাইল জেলা ছাড়াও ময়মনসিংহ, জামালপুর, সরিষাবাড়ী, শেরপুর, ময়মনসিংহ, বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহীসহ বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক ঘোড়সওয়ারী ঘোড়া নিয়ে অংশ নিয়েছিলেন।