ঝিনাইদহে ফ্রিল্যান্সারদের সংবাদ সম্মেলন

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২০, ০০:০০

ঝিনাইদহ প্রতিনিধি
পাবলিক পরীক্ষার সময় ফ্রিল্যান্সারদের শ্যাডো এডুকেশন সেন্টার বন্ধের আওতামুক্ত রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির ঝিনাইদহ ইউনিট। রোববার বেলা ১১টায় ঝিনাইদহ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে এসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন বাংলাদেশের ঝিনাইদহ ইউনিটের যুগ্ম আহ্বায়ক আল ইমরান, জেআর নাঈম, অমর ফারুক, কোষাধ্যক্ষ মিঠুন গোপাল কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে শ্যাডো এডুকেশন সেন্টারের ঝিনাইদহ ইউনিটের আহ্বায়ক অমিয় মজুমদার অপু বলেন, শ্যডো এডুকেশন সেন্টার পরিচালনা ও পাঠদানকারীরা কোনো স্কুল কলেজের শিক্ষক নন। \হএ প্রতিষ্ঠানে যারা পাঠদান করেন তাদের প্রায় সবাই ছাত্র। এসব প্রতিষ্ঠানে পাঠদান করে তারা নিজেদের থাকা, খাওয়া ও পড়াশোনার খরচ চালান।