শৈলকুপায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২০, ০০:০০

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন। ক্লাসে শিক্ষক অনুপস্থিত, বিজ্ঞান বিষয়ের প্রাক্টিক্যাল না নেয়াসহ নানা অভিযোগে তারা সমাবেশ ও সড়ক অবরোধ করেন। রোববার সকাল ১০টায় শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের ফটকে বসে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের অধ্যক্ষসহ বেশির ভাগ শিক্ষক নিয়মিত কলেজে আসেন না। বিজ্ঞান বিভাগের কোনো প্রাক্টিক্যাল ক্লাস হয় না। যে কারণে দিন দিন কলেজের শিক্ষার মান কমে যাচ্ছে। পরে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা চেয়ারম্যান শিকদার মোশারফ হোসেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুস সোবহান, ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু প্রমুখ। শৈলকুপা থানার তদন্ত কর্মকর্তা মহসিন হোসেন দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।