বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে নতুন রেকডর্

প্রকাশ | ২০ আগস্ট ২০১৮, ০০:০০

টাঙ্গাইল প্রতিনিধি
ঈদুল আজহাকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের সংখ্যাও বেড়েছে। এ জন্যই এবারের ঈদযাত্রার শুরুতেই গত ২৪ ঘণ্টায় ২৮ লাখ টাকার বেশি টোল আদায় হয়েছে বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজায়। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পযর্ন্ত সেতুর দুই পাড়ে টোল আদায় হয়েছে মোট দুই কোটি ৫৮ লাখ টাকার ওপরে। গত বছর একই সময় টোল আদায় হয়েছিল দুই কোটি ২৬ লাখ টাকা। ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ২৫ হাজার যানবাহন পারাপার হয়েছে বলেও সেতু কতৃর্পক্ষ জানিয়েছে। তবে এ বছর সেতু পারাপারে ট্রাকের সংখ্যা বেশি ছিল বলেও জানায় সেতু কতৃর্পক্ষ। বঙ্গবন্ধু সেতু পূবর্ থানা অফিসার ইনচাজর্ মোশারফ হোসেন জানান, গত বছরের তুলনায় এ বছর টোল আদায়ে রেকডর্ হয়েছে। গত ২৪ ঘণ্টায় দুই কোটি ৫৮ লাখ টাকার টোল আদায় হয়েছে সেতুর দুই পাড়ে স্থাপিত টোলপ্লাজায়।