ভূঞাপুরে নয়জনের কারাদন্ড

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২০, ০০:০০

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের ভূঞাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মঙ্গলবার রাতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একজনকে ১৫ দিনের কারাদন্ড দেয়া হয়েছে। অন্যদিকে জুয়া খেলার অভিযোগে ৮ জুয়াড়িকে ৭ দিন করে কারাদন্ড দেয়া হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলাম হোসাইন উপজেলার অর্জুনা গ্রামে এবং গোবিন্দাসী এলাকায় যমুনা নদীর পাড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ দন্ড দেন। দন্ডপ্রাপ্ত জুয়াড়িরা হলেন অর্জুনা গ্রামের গিয়াস উদ্দিন (৩৫), মুক্তার আলী (২৮), শামীম তালুকদার (৩২), মহির উদ্দিন (৫২), মোস্তাক (২৭), সুজন খান (২৫), ঠান্ডু মিয়া (২৬) ও খন্দকার ইয়াছিন (২৪)। বালু উত্তোলনের অভিযোগে দন্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন উপজেলার মাটিকাটা গ্রামের রাসেল মিয়া (১৮)।