কালিয়াকৈরে ওষুধের কাঁচামাল লুট, গ্রেপ্তার ৬

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২০, ০০:০০

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কালিয়াকৈর থেকে লুট হওয়া স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ২০৯ ড্রাম ওষুধ তৈরির কাঁচামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার দায়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার কালিয়াকৈর থানা কমপেস্নক্সে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার, মনিরুজ্জামান, সারোয়ার জাহান, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের হিউম্যান রিসোর্স বিভাগের নির্বাহী ফরিদুল ইসলাম ও সাংবাদিকরা। অতিরিক্ত পুলিশ সুপার জানান, ডাকাতি হওয়া ২৬৯টি কাঁচামালের ড্রামের মধ্যে ২০৯টি উদ্ধার করা হয়েছে। ডাকাতি হওয়া মালামালের আনুমানিক মূল্য পৌনে তিন কোটি টাকা। বাকি মালামাল উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। আটক দুই আসামি গাজীপুর জেলে এবং ছিনতাইকরীদের সম্পর্কে অধিকরতর তথ্য সংগ্রহের লক্ষে বাকি চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য কালিয়াকৈর থানায় আটক রাখা হয়েছে। উলেস্নখ্য, গত ২৪ জানুয়ারী রাতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ওষুধ তৈরির কাঁচামালামাল ভর্তি একটি কার্ভাডভ্যান বোর্ডঘর স্কয়ার ফার্মসিটিউক্যাল কারখানায় নিয়ে যাওয়ার পথে উপজেলার খাড়াজোড়া এলাকায় ডাকাতরা গাড়ির গতিরোধ করে। পরে ডাকাত দল কাভার্ডভ্যানসহ প্রায় পৌনে তিন কোটি টাকার মালামাল লুট করে। এ ঘটনায় স্কয়ারের কর্মকর্তা ফরিদুল ইসলাম বাদী হয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেন।