রূপগঞ্জ হাসপাতালের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা সেবা

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২০, ০০:০০

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স ভবনের দেয়ালে ফাটল -যাযাদি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের বহির্বিভাগের ভবনের কয়েকটি কক্ষের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। এছাড়াও প্রতিনিয়ত ছাদের আস্তর খসে পড়ায় ভবন ধসের ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা চলছে। এতে হাসপাতালের ডাক্তার ও চিকিৎসা নিতে আসা রোগীরা আতঙ্কে দিন পার করছেন। ২০০৯ সালে বহির্বিভাগের ভবনটি চালু করলে ২০১৫ সালের দিকে কয়েকটি কক্ষে ফাটল দেখা দেয়। পরে পর্যায়ক্রমে আরও কয়েকটি কক্ষে আবার ফাটল শুরু হয়। ভবনের নিচ তলায় ৫, ৬, ৮, ৯, ১২, ১২ নং কক্ষের দেয়াল, দ্বিতীয় তলার কিছু অংশ ও তৃতীয় তলায় রোগীদের ওয়ার্ডের দেয়ালের ফাটল দেখা দিয়েছে। তবে, ৯ ও ৫, ৬ নং কক্ষের দেয়ালে সবচেয়ে বেশি ফাটল রয়েছে, যা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ভবনটি ৫ বছর না পেরোতেই ফাটল দেখা দিয়েছে। অথচ জরুরি বিভাগের ভবনটি ১৯৭২ সালে উদ্বোধন করা হলেও এখনো ভালো রয়েছে। চিকিৎসকরা জানান, অনেকবার সিভিল সার্জন অফিস ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে জানালেও তারা ব্যবস্থা নেয়নি। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। চিকিৎসা নিতে আসা জাহাঙ্গীর মাহমুদ বলেন, তিনি ৮নং কক্ষে দাঁতের ডাক্তার দেখাতে এসেছেন। এসে কক্ষের বেশকিছু অংশের দেয়ালে ফাটল দেখে ভয়ে আঁতকে ওঠেন। এ ফাটলের কারণে যেকোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। স্বাস্থ্য কমপেস্নক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা সাঈদ আলম মামুন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষ শিগগিরই কক্ষগুলো মেরামতের ব্যবস্থা নেবে।