ঝিনাইদহের দুই শিক্ষার্থীর কৃষি রোবট উদ্ভাবন

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২০, ০০:০০

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের দুই শিক্ষার্থীর আবিষ্কার করা কৃষি রোবট -যাযাদি
কৃষিতে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানো আর কৃষিক্ষেত্রে উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের দুই শিক্ষার্থী আবিষ্কার করেছে কৃষিভিত্তিক রোবট। যার নাম দেওয়া হয়েছে 'স্মার্ট এগ্রো রোবট'। রোবটটি স্বয়ংক্রিয়ভাবে সূর্যের আলো থেকে সোলার প্যানেলের মাধ্যমে চার্জ নিয়ে কৃষকের জমিতে কাজ করবে। ইনস্টিটিউটের ইলেক্ট্রনিক বিভাগের শিক্ষার্থী বখতিয়ার আহম্মেদ বাপ্পী জানান, গ্রামের মাঠে কৃষকের জমিতে কীটনাশক স্প্রে করতে দেখে তার রোবট আবিষ্কারের ধারণা মাথায় আসে। যার মাধ্যমে স্প্রে করা যাবে শরীরের জন্য ক্ষতিকর বিভিন্ন কীটনাশক। তার সহপাঠী দেবাশিষ কুমার বিশ্বাসকে নিয়ে দীর্ঘ দুই মাসের অধিক সময়ের প্রচেষ্টায় রোবটটি তৈরি করতে সক্ষম হন। বাপ্পী আরও জানান, রোবটটি স্বয়ংক্রিয়ভাবে সারিযুক্ত কৃষি জমিতে সার, কীটনাশক প্রয়োগ, সেচ প্রদান ও আগাছা দমন করবে। এমনকি কখন জমিতে সেচের প্রয়োজন তাও নির্ধারণ করবে। স্মার্ট ফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে এই রোবট। ইতোমধ্যে ঝিনাইদহ, যশোর, মেহেরপুরসহ বিভিন্ন জেলায় ইনোভেশন সো ও তথ্যপ্রযুক্তি মেলার প্রদর্শন করে প্রথম স্থান অর্জন করেছে তাদের রোবট। বাপ্পী বলেন, রোবটটির প্রাথমিক কাজ করা হয়েছে। সরকারি-বেসরকারি অনুদান পেলে রোবটটির পূর্ণ রূপ দেওয়া সম্ভব। সহকারী দেবাশিষ কুমার বিশ্বাস বলেন, দেশের কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে তারা এই আবিষ্কার করেছেন। যার মাধ্যমে কৃষকের উৎপাদন খরচ কমবে সেই সঙ্গে বাড়বে ফসলের আবাদ। রোবটের কার্যক্রম বাস্তবে রূপ দিতে সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এ ব্যাপারে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদ মলিস্নক বলেন, রোবট তৈরিতে শিক্ষার্থীদের সকল প্রকার সহযোগিতা করা হয়েছে। প্রতিষ্ঠান তাদের উদ্যোগকে সবসময় স্বাগত জানিয়েছে। তাদের আবিষ্কৃত রোবটটি কৃষি ক্ষেত্রে কাজে লাগালে কৃষিতে যুক্ত হবে নতুন মাত্রা। যা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ উন্নত বাংলাদেশ গড়ার সহায়ক হবে।