রংপুর পাসপোর্ট অফিসে বইসংকট

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২০, ০০:০০

রংপুর প্রতিনিধি
রংপুরের তারাগঞ্জ উপজেলার কাজীপাড়া এলাকার আতিয়ার রহমানের মেয়ে আতোয়ারা বেগম ও মিঠাপুকুরের বৈরাতিহাটের নুরুল ইসলামের ছেলে রেজাউল করিমসহ প্রায় আড়াই হাজার মানুষ পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন গত বছর নভেম্বরে। এখনও তারা পাসপোর্ট পাননি। অথচ ২১ দিনের মধ্যে তাদের পাসপোর্ট পাওয়ার কথা। রংপুরে পাসপোর্ট ও ভিসা অফিস সূত্র জানায়, একমাস ধরে পাসপোর্টের বই সংকট রয়েছে। এ কারণে আড়াই হাজার আবেদনকারী অনুমোদনের পরও পাসপোর্ট পাননি। সূত্রটি জানায়, ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের প্রিন্ট মেশিন বিকল হওয়ায় সারা দেশের মতো রংপুরেও কেউ পাসপোর্ট পাচ্ছেন না।