বাগেরহাটে ঐতিহ্যবাহী মোরগ লড়াই

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২০, ০০:০০

ইসরাত জাহান, বাগেরহাট
বাগেরহাটের মোলস্নাহাট উপজেলার গাংনী এলাকায় আনুষ্ঠানিকভাবে গ্রামীণ মোরগ যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গাংনী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে গাংনী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে সোমবার দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় খুলনার তেরখাদা, নড়াইলের লোহাগড়া, কালিয়া ও বাগেরহাটের মোলস্নাহাটসহ বিভিন্ন উপজেলার ৮০ গ্রম্নপে ১৬০টি মোরগ অংশগ্রহণ করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মোরগ যুদ্ধ চললেও সকল গ্রম্নপের যুদ্ধ শেষ করতে পারেনি কর্তৃপক্ষ। এক পর্যায়ে সন্ধ্যার দিকে ১২টি মোরগকে বিজয়ী ঘোষণা করে এই প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করেন আয়োজকরা। ব্যতিক্রমধর্মী এ মোরগ লড়াই দেখতে সারাদিনই তিন হাজারের বেশি দর্শক মাঠে ভিড় করেন। ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শেখ ভুলু মিয়ার সভাপতিত্বে লড়াইয়ের প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ জাকির হোসেন। এ সময় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ওমর ফকির, সৈয়দ আলী, তায়েব আলী ও সাহেব আলী প্রমুখ। মুক্তিযোদ্ধ শেখ ভুলু মিয়া বলেন, 'দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। এখনো সব সময় স্মৃতিপটে উঁকি দেয় যুদ্ধকালীন ভয়ংকর সময়ের কথা। সেইসব স্মৃতির জায়গা থেকে আমরা গ্রামীণ ঐতিহ্য মোরগ লড়াইয়ের আয়োজন করেছি। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মোরগ মালিকরা তাদের মোরগ নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রণ করেছে।