কুলাউড়ায় ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব

প্রকাশ | ৩০ জানুয়ারি ২০২০, ০০:০০

কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের কুলাউড়ায় গত এক সপ্তাহের টানা কনকনে শীতে ঠান্ডাজনিত রোগ বৃদ্ধি পেয়েছে। উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে তিলধারণের ঠাঁই নেই। অতিমাত্রায় ঠান্ডার ফলে জরুরি বিভাগ ও বহির্বিভাগে শিশু এবং বয়স্ক রোগীদের প্রচন্ড ভিড়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে কর্তব্যরত চিকিৎসকদের। আগত রোগীদের পরিপূর্ণ সেবা প্রদান ও তা নিয়ন্ত্রণে রাখতে কুলাউড়া হাসপাতালে প্রথমবারের মত ৪ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে। টিমের প্রধান হলেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকির হোসেন। সদস্য হলেন- মেডিকেল অফিসার ডা. সুরভী সেন, ডা. নাজমুস সিয়াম রাফি ও ডা. সুমাইয়া বিনতে জাহান। এছাড়া উপজেলার ১৩ ইউনিয়ন এবং পৌরসভায় ঠান্ডায় আক্রান্ত গুরুতর রোগীদের সার্বক্ষণিক খোঁজ রাখার জন্য স্বাস্থ্য পরিদর্শকদের মাধ্যমেও একটি পৃথক টিম মাঠে কাজ করছে। এদিকে প্রথমবারের মতো কুলাউড়া হাসপাতালের এমন জনমুখী উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা অনেকেই এ উদ্যোগটির প্রশংসা করছেন। কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক জানান, অসহনীয় ঠান্ডা বেড়ে যাওয়ায় হাসপাতালে প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে। উপজেলার কোথাও ঠান্ডাজনিত রোগে গুরুতরভাবে কেউ আক্রান্ত হলে এই মেডিকেল টিম সেবা প্রদানের লক্ষে দ্রম্নত ছুটে যাবে। শীতকালীন সময়ে দ্রম্নত সেবাদানের জন্য এই টিম গঠন হয়েছে।