দিনাজপুর বোর্ড

এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৯২ হাজার ৫২৭ জন

প্রকাশ | ৩০ জানুয়ারি ২০২০, ০০:০০

স্টাফ রিপোর্টার, দিনাজপুর
আগামী ৩ ফেব্রম্নয়ারি থেকে শুরু হতে যাওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ১ লাখ ৯২ হাজার ৫২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য ২৫৪টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর তোফাজ্জুর রহমান জানান, এবার এ বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলার ২ হাজার ৬৪৬টি স্কুলের ১ লাখ ৯২ হাজার ৫২৭ পরীক্ষার্থী ২৭১টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ৯৯ হাজার ১৫৫ জন ছাত্র ও ৯৩ হাজার ৩৭২ জন ছাত্রী। পরীক্ষার্থীদের মধ্যে ১ লাখ ৬৪ হাজার ৫৪২ নিয়মিত, ২৭ হাজার ৩২৩ জন অনিয়মিত এবং ৫৬২ জন জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী রয়েছে। তিনি জানান, জেলাভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা দিনাজপুরে ৩৬ হাজার ৭২৯, রংপুরে ৩৫ হাজার ৯৫৪, গাইবান্ধায় ২৬ হাজার ১৫১, কুড়িগ্রামে ২২ হাজা ৭৯৪, নীলফামারীতে ২২ হাজার ৩০১, ঠাকুরগাঁয়ে ১৯ হাজার ৯১৩, লালমনিরহাটে ১৫ হাজার ১৭৭ এবং পঞ্চগড় জেলায় ১৩ হাজার ৫০৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা লক্ষ্যে ইতোমধ্যে ২৫৪টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এর মধ্যে সরকারী কলেজের অধ্যক্ষ ও পরিচালক, উপপরিচালক ও সহকারী পরিচালকদের সমন্বয়ে ৪টি ঝটিকা টিম, সরকারি কলেজের শিক্ষকদের সমন্বয়ে ৮টি স্পেশাল এবং সরকারী ও বেসরকারী কলেজের শিক্ষককদের সমন্বয়ে ২৪২টি ঝটিকা টিম।