ফুলবাড়িয়ায় দুদকের অভিযানে দালালের দন্ড

প্রকাশ | ৩০ জানুয়ারি ২০২০, ০০:০০

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পলস্নীবিদু্যতের জোনাল অফিসে বুধবার অভিযান চালায় দুদক। অভিযানে শফিউল আলম নামে এক দালালকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে অর্থের বিনিময় মিটারের টাকা জমা দেয়ার একাধিক রশিদ জব্দ করা হয়। শফিউল উপজেলার জোরবাড়িয়া গ্রামের আ. ওয়াহেদের ছেলে। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার শেফা। তিনি শফিউলকে সাতদিনের বিনাশ্রম কারাদন্ড দেন। জানা যায়, দুদকের হটলাইন ১০৬ নম্বরে অভিযোগ পেয়ে বুধবার সকালে দুদকের উপ-সহকারী পরিচালক মো. এনামুল হকের নেতৃত্বে ময়মনসিংহ পলস্নীবিদু্যৎ সমিতি-১ ফুলবাড়িয়া জোনাল অফিসে এই অভিযান পরিচালনা করা হয়।