নোয়াখালীতে ধর্ষণের শিকার দুই শিশু

প্রকাশ | ৩০ জানুয়ারি ২০২০, ০০:০০

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
নোয়াখালীর বেগমগঞ্জ ও সুবর্ণচর উপজেলায় দুই শিশু ধর্ষণের শিকার হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। ভুক্তভোগী দুই শিশুকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেগমগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, মঙ্গলবার দুপুরে কালিরহাট বাজারে রাজগঞ্জ ইউনিয়নের তৃতীয় শ্রেণির এক ছাত্রী কালিরহাট বাজারে আবুল খায়েরের দর্জি দোকানে জামার মাপ দিতে যায়। এ সময় শিশুটিকে একা পেয়ে আবুল খায়ের দোকানের পেছনে নিয়ে ধর্ষণ করে। রাতে স্বজনরা শিশুটিকে চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে রাতেই দর্জি আবুল খায়েরকে আটক করে পুলিশ। সে কৃষ্ণরামপুর গ্রামের হোসেনুজ্জামানের ছেলে। মেয়েটির মা বাদী হয়ে বুধবার বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন। বিকেলে আবুল খায়েরকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে সুবর্ণচর উপজেলায় মঙ্গলবার সকালে ১১ বছর বয়সি বাকপ্রতিবন্ধী এক শিশু ধর্ষণের শিকার হয়। চরজব্বর থানার ওসি সাহেদ হোসেন জানান, মঙ্গলবার সকালে চর হাছান গ্রামে মহসিনের ছেলে রাকিব হোসেন পাশের বাড়ির শিশুটিকে চকলেটের প্রলাভন দেখিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। আশংকাজনক অবস্থায় শিশুটিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওইদন সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে রাকিব হোসেনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। বুধবার বিকেলে তাকে কৌশলে ঢাকার গাজিপুর থেকে ডেকে এনে গ্রেপ্তার করে পুলিশ। নোয়াখালী জেনারেল চিকিৎসক জহির উদ্দিন জানান, প্রচুর রক্তক্ষরণের ফলে শিশুটি দুর্বল হয়ে পড়ে। বুধবার তার শরীরে অস্ত্রোপচার করা হয়। নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন মঙ্গলবার রাতে শিশুটিকে হাসপাতালে দেখতে যান। এ সময় তিনি শিশুটির চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তার পরিবারকে জেলা পুলিশের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।