জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

স্বদেশ ডেস্ক
'পড়ব বই, গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ'- এ স্স্নোগানকে সামনে রেখে সারা দেশে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বিভিন্ন স্থানে আলোচনা সভা,র্ যালি, বই পাঠ প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে কুইজ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অফিস, স্টাফ রিপোর্টার, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর : বরিশাল : সকাল ১০টায় নগরের বিভাগীয় সরকারি গ্রন্থাগার থেকের্ যালি বের হয়ে বিএম কলেজ চত্বর প্রদক্ষিণ করে। পরে গ্রন্থাগার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসের কর্মসূচিতে 'অসমাপ্ত আত্মজীবনী' ও 'কারাগারের রোজনামচা' বই নিয়ে বই পাঠসহ নানা প্রতিযোগিতা আয়োজন করা হয়। ভোলা : ভোলা জেলা প্রশাসন ও গণগ্রন্থাগারের আয়োজনে অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লাইব্রেরি ইনচার্জ জালাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মামুন আল ফারুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা পাঠক ফোরামের সভাপতি জুন্নু রায়হান, ভোরের পাখির সভাপতি শরমিন জাহান শ্যামলী, চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের প্রমুখ। গোপালগঞ্জ : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেলা ১২টায়র্ যালি ও আলোচনা সভায় নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহজাহান। উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এমএ সাত্তার, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুর রহিম খান, আইন অনুষদের ডিন আব্দুল কুদ্দুস মিয়া, রেজিস্ট্রার প্রফেসর ড. নূরউদ্দিন আহমেদ, পদার্থ বিজ্ঞান বিভাগের সভাপতি ড. হালিমা খাতুন, ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক নাছিরুল ইসলাম, প্রক্টর ড. রাজিউর রহমান প্রমুখ। দিনাজপুর : বেলা ১১টায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবুল কাসেমের নেতৃত্বের্ যালি বের হয়।র্ যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. আবুল কাসেম। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার এবং জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি সিকদার, আইআরটি-এর পরিচালক প্রফেসর ড. তারিকুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ ও প্রগতিশীল কর্মকর্তা পরিষদের আহ্বায়ক কৃষিবিদ ফেরদৌস আলম। ঝিনাইদহ : সকালে কালেক্টরেট চত্বর থেকের্ যালি বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, (রাজস্ব) সেলিম রেজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম, ভ্রাম্যমাণ লাইব্রেরির ইনচার্জ আলমগীর হোসেন, ঝিনাইদহ সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মনজুর আলম প্রমুখ। খুলনা : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) দিবসটি পালনে সকাল ১০টায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ। লাইব্রেরিয়ান আক্‌কাছ উদ্দিন পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ। মাদারীপুর : গ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভায় জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক মুহিত উদ্দিন মোলস্নার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম। আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ওবাইদুর রহমান খান, মেয়র খালিদ হোসেন ইয়াদ, ইউএনও সাইফুদ্দিন গিয়াস ও শিশুবিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম মুন্সী প্রমুখ। নাটোর : সরকারি গণগ্রন্থাগারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলামের সভাপতিত্ব্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, অধ্যাপক সুবিদ কুমার মৈত্র অলকসহ অন্যরা। রাজবাড়ী :র্ যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক দিলসাদ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশেক হাসান বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে বই পড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। শেরপুর : জেলা সরকারি গণগ্রন্থাগারে আলোচনা সভায় লাইব্রেরিয়ান সাজ্জাদুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এ জেড মোর্শেদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আমিনুল ইসলাম, সদর উপজেলার চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা প্রমুখ।