যুবলীগ নেতার বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

প্রকাশ | ২১ আগস্ট ২০১৮, ০০:০০

আশুলিয়া (সাভার) প্রতিনিধি
সাভার থানা যুবলীগের সভাপতি সেলিম মÐলের বিরুদ্ধে তার দ্বিতীয় স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি যুবলীগ নেতা সেলিম মÐল তার স্ত্রীকে পুড়িয়ে হত্যা করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে যুবলীগ নেতা সেলিমের ভাই বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মÐলকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় সাভারের বিরুলিয়া এলাকার সামাইর গ্রামের স্থানীয় একটি সড়ক থেকে তাকে আটক করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত সেলিম মÐল পলাতক রয়েছে। এ ছাড়া তার ব্যবহৃত মোবাইলটিও বন্ধ রয়েছে। এর আগে গত ৩ আগস্ট মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকার বায়রা ইউনিয়নের স্বরূপপুর গ্রামের একটি কলাবাগানের ভেতর থেকে অগ্নিদগ্ধ অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করে সিঙ্গাইর থানা পুলিশ। পরে ১৯ আগস্ট রোববার বিকালে নিহতের পরিবারের সদস্যরা ছবি দেখে তরুণীর লাশ শনাক্ত করে। নিহত তরুণীর নাম আয়েশা আক্তার। তিনি বিরুলিয়া ইউনিয়নের সামাইর গ্রামের সোরহাব হোসেনের মেয়ে। এ বিষয়ে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কমর্কতার্ (ওসি) খন্দকার ইমাম হোসেন বলেন, ‘তরুণীর অগ্নিদগ্ধ লাশটি তার পরিবার শনাক্ত করেছেন। এরই সূত্র ধরে সাভারের বিরুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ ছাড়া ডিএনএ পরীক্ষার পর বিষয়টি আরও স্পষ্ট হওয়া যাবে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সিঙ্গাইর থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কমর্কতার্ (ওসি) মহসিনুল কাদির বলেন, ‘এ ঘটনায় যুবলীগ নেতার ভাই জুয়েল মÐলকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও হত্যাকাÐে জড়িত থাকার অভিযোগে অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।