পীরগঞ্জ ও ফুলবাড়ীতে দুই লাশ উদ্ধার

প্রকাশ | ২১ আগস্ট ২০১৮, ০০:০০

স্বদেশ ডেস্ক
রংপুরের পীরগঞ্জ ও কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধি এবং সংবাদদাতার পাঠানো খবর : রংপুর : রংপুরের পীরগঞ্জে সাদেকুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় করতোয়া নদীর সেরাতুনের ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবক উপজেলার বড় আলমপুর ইউনিয়নের পাতারপুর গুচ্ছগ্রাম এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। পুলিশ সূত্র জানা, শনিবার রাত ১০টার দিকে সাদেকুল, হাফিজুল ও তাহাজুলসহ কয়েকজন করতোয়া নদীর আবারুর চরে তাস খেলছিল। পুলিশ সেখানে অভিযান চালালে সবাই পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে হাফিজুল ও তাহাজুলকে আটক করে। আর সাদেকুলসহ অন্যরা নদীতে ঝঁাপ দেয়। উপজেলার বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজার রহমান জানান, অন্যরা বাড়ি ফিরলেও সাদেকুল নিখোঁজ থাকে। স্বজন ও স্থানীয়রা রোববার দিনভর নদীতে খোঁজাখুঁজি করে সন্ধ্যায় সাদেকুলের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় বলে জানান তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমর্কতার্ (ওসি) রেজাউল হক বলেন, ইউপি চেয়ারম্যান ও নিহতের পরিবারের অনুরোধে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। ফুলবাড়ী (কুড়িগ্রাম) : জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় রোশনা বেগম (৫০) নামে এক গৃহবধূ মৃত্যু হয়েছে। রোববার চিকিসাৎধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রোশনা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই গ্রামের রিকশাচালক মকবুল হোসেনের স্ত্রী। নিহত গৃহবধূ রোশনা বেগমের ভাগ্নে বড়লাই গ্রামের হাসান আলী (৩০) জানান, গত সোমবার তার খালা রোশনা বেগমসহ ৩৭ শতাংশ জমির ভাগিদার অন্য সদস্যরা জমিটিতে আমন চারা রোপণের যায়। এতে জমিটি দখল করে নেয়া প্রভাবশালী বড়লই গ্রামের মৃত-গনি মাস্টারের ছেলে বাদল হোসেন ও শাহালম হোসেন গং সেখানে বাধা প্রদান করে এবং লাঠিসোটা ও লোহার রড দিয়ে রোশনা বেগমসহ জমিটির দাবিদার অন্যদের উপর হামলা চালায়। এতে আহত হয় রোশনা বেগমসহ ৪ জন। গুরুতর আহত রোশনা বেগমকে ফুলবাড়ী হাসপাতালে ভতির্ করা হলে গত এক সপ্তাহ ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রোববার শেষ বিকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন গৃহবধূ রোশনা বেগম। এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচাজর্ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, গৃহবধূ রোশনা বেগমের লাশ রোববার রাতে উদ্ধার করে সোমবার সকালে কুড়িগ্রাম মগের্ পাঠানো হয়েছে।