মুজিববর্ষে চাঁদপুরে ১ লাখ ৬২ হাজার চারা বিতরণ

প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

চাঁদপুর প্রতিনিধি
মুজিববর্ষে চাঁদপুরে ১ লাখ ৬২ হাজার গাছের চারা বিতরণ করা হবে। জাতীয় পরিবেশ দিবস উদযাপনের অংশ হিসেবে আগামী ৫ জুন সারাদেশে ৪৮২টি উপজেলায় একযোগে ১ কোটি গাছের চারা বিতরণ করা হবে। চাঁদপুরে ১ লাখ ৬২ হাজার ৬শ গাছের চারা বিতরণ করা হবে। ফলদ, বনজ ও ঔষধিসহ সকল প্রকার গাছের চারা বিতরণ করা হলেও এতে দেশীয় ফলদ গাছকে অগ্রাধিকার দেয়া হয়েছে। চাঁদপুর জেলা বন সংরক্ষণ কার্যালয়ের সহকারী বন সংরক্ষক মো. তাজুল ইসলাম জানান, সারাদেশে মুজিববর্ষ উপলক্ষে গাছের চারা রোপণ করার অংশ হিসেবে চাঁদপুর জেলায় ১ লাখ ৬২ হাজার ৬শ গাছের চারা চাঁদপুর জেলা বন বিভাগ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করে যাচ্ছে। প্রতি উপজেলায় ২০ হাজার ৩২৫টি করে চারা বরাদ্দ দেয়া হয়েছে। এগুলোর মধ্যে বনজ, ফলদ ও ঔষধি গাছ রয়েছে। প্রতিটি উপজেলায় এসব গাছ আগামী ৫ জুন 'বিশ্ব পরিবেশ দিবস' উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে বিতরণের লক্ষ্যে প্রস্তুত করা হচ্ছে। সহকারী বন সংরক্ষক মো. তাজুল ইসলাম বলেন, প্রত্যেক উপজেলায় সরকারি নির্দেশ অনুযায়ী গাছ বিতরণ করা হবে। এখনো নির্দেশনা আমাদের কাছে এসে পৌঁছেনি। আমরা বলতে পারছি না কোন কোন প্রতিষ্ঠানকে এ গাছ বিনামূল্যে দেয়া হবে এবং কোথায় কোথায় রোপণ করা হবে।