জলঢাকায় ইকো পার্ক নির্মাণ করা হবে :পরিবেশমন্ত্রী

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর জলঢাকায় নির্মাণ করা হবে ইকো পার্ক- এমন ঘোষণা দিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন-বিষয়কমন্ত্রী সাহাব উদ্দিন বলেন, জলবায়ু ও পরিবেশ রক্ষায় বর্তমান সরকার কাজ করছে। পরিবেশ রক্ষায় ইটভাটা বন্ধসহ তামাক চাষ থেকে এই অঞ্চলের মানুষকে বিরত থাকার আহ্বান জানান তিনি। মন্ত্রী আরও বলেন, ৭৬ একর জমির ওপর প্রস্তাবিত ইকো পার্কটি নির্মাণ হলে এই অঞ্চলের মানুষের সম্ভাবনার দুয়ার উন্মোচন হবে। শনিবার বিকালে উপজেলার গোলনা ইউনিয়নে নীলফামারী জেলা প্রশাসক ও সামাজিক বনবিভাগ রংপুর আয়োজিত প্রস্তাবিত ইকো পার্ক এলাকা পরিদর্শন ও সামাজিক বনায়নে উপকারভোগীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর রানা মোহাম্মদ সোহেল, ডোমার ডিমলার এমপি মুক্তিযোদ্ধা আবতাফ উদ্দিন সরকার, বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান এনডিসি, প্রধান বনরক্ষক সফিউল আলম চৌধুরী, অতিরিক্ত সচিব (পরিবেশ) মাহমুদ হাসান, অতিরিক্ত সচিব (উন্নয়ন) আহমদ শামীম আল রাজী। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল। এর আগে ৩৭ জন উপকারভোগীর মাঝে চেক বিতরণ করেন মন্ত্রী।