সাভারে বকেয়া বেতন দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

সাভার প্রতিনিধি
বকেয়া বেতনের দাবিতে সাভারে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সাভার-মিরপুর আঞ্চলিক সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে। এ ঘটনায় পুলিশের পিটুনিতে আহত হয়েছে অন্তত দশ শ্রমিক। রোববার সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইর এলাকায় সার্ক নিটওয়্যার লিটিটেড গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে। শ্রমিকরা জানায়, ওই পোশাক কারখানায় কাজ করে আসছিলেন কয়েক'শ শ্রমিক। শ্রমিকদের জানুয়ারি মাসের বেতন না দিয়ে রোববার সকালে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মূল ফটকে নোটিশ টাঙিয়ে দেয় কর্তৃপক্ষ। পরে সকালে শ্রমিকরা কারখানায় গিয়ে বন্ধের নোটিশ দেখে কারখানার সামনে বিক্ষোভ করে। তারা সড়কে টায়ার জ্বালিয়ে আগুন দিয়ে সাভার-মিরপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে। এ সময় দশ শ্রমিককে পুলিশ পিটিয়ে আহত করে বলে অভিযোগ করেন তারা। পরে বেলা সাড়ে ১১টায় শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন সাভার মডেল থানার ওসি অপারেশন জাকারিয়া হোসেন। এদিকে আঞ্চলিক সড়ক সাড়ে তিন ঘণ্টা অবরোধ করার ফলে রাস্তার দু'পাশে আটকা পড়ে কয়েক শত যানবাহন। যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। এদিকে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ বিষয়ে সাভার মডেল থানার ওসি অপারেশন জাকারিয়া হোসেন বলেন শ্রমিকদের বেতন দেওয়ার জন্য আমরা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছি