বাগেরহাটে গণপিটুনিতে ডাকাত নিহত

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

ইসরাত জাহান, বাগেরহাট
বাগেরহাট জেলার কচুয়া উপজেলা সদরে ডাকাতি করে পালানোর সময় সোমবার ভোররাতে এক ডাকাত সদস্য গণপিটুনিতে নিহত হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় মহিদুল হাওলাদার (৩৫) নামের একজন গ্রামবাসী আহত হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, কচুয়া উপজেলা সদরের বারুইপাড়া গ্রামের সোমেদ হাওলদারের বাড়িতে রোববার দিনগত রাত ৩টার দিকে একদল ডাকাত হানা দিয়ে বসতঘরের দরজা ভেঙে প্রবেশ করে। বাড়িতে থাকা বৃদ্ধ সোমেদ হাওলাদার তার স্ত্রী ও তাদের নাতি ইয়াসিন জেগে যায়। এ সময় ঘরের মধ্যে প্রবেশ করা ৪/৫ জন ডাকাত বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা ৭৫ হাজার টাকা, তিনটি মোবাইল ফোন সেট ও স্বর্ণালংকার নিয়ে যায়। এরপরই প্রতিবেশী মহিদুল ছুটে এসে একজনকে ধরে ফেলে ডাক-চিৎকার দিলে ডাকাতরা তাকে বেধড়ক মারপিট করলেও মহিদুলের কাছ থেকে ডাকাত সদস্যকে ছাড়াতে না পেরে ও লোকজন ছুটে আসায় অন্য ডাকাতরা পালিয়ে যায়। খবর পেয়ে রাত ৪টার দিকে থানা পুলিশ এসে অজ্ঞাত ডাকাত সদস্য ও প্রতিবেশী মহিদুলকে উদ্ধার করে কচুয়া হাসপাতালে নিয়ে ভর্তি করে। ভোর ৬টার দিকে ডাকাত সদস্যকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক ডা. দেবরাজ। \হ