হল পরিদর্শকের ক্লিপবোর্ডের আঘাতে পরীক্ষার্থী আহত

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
স্টাফ রিপোর্টার, মাদারীপুর মাদারীপুরে হল পরিদর্শকের ক্লিপবোর্ডের আঘাতে এক এসএসসি পরীক্ষার্থী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে মাদারীপুরে আছমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে কেন্দ্রসচিব ও সদর উপজেলা প্রশাসন অভিযুক্ত শিক্ষককে সকল দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। জানা যায়, সকালে ওই কেন্দ্রে এসএসসির ব্যবসায় শিক্ষা বিভাগের ফিন্যান্স অ্যান্ড ব্যাকিং বিষয়ের পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থী রাকিবুল মৃধাসহ অন্যরা কক্ষে প্রবেশ করে। এ সময় রাকিবুল উত্তরপত্র সম্পূর্ণ করছিল না, এমন অভিযোগে ওই কক্ষের শিক্ষক পরিদর্শক আবুল হোসেন তার ওপর ক্ষেপে যান। একপর্যায়ে পরীক্ষার্থীর ব্যবহারিক ক্লিপবোর্ড ছুড়ে মারেন। এতে পরীক্ষার্থীর মাথা কেটে রক্ত ঝরতে থাকে। পরে অন্য শিক্ষকরা এসে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেন। এ সময় পরীক্ষা কক্ষে হট্টগোল শুরু হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে পরিবেশ শান্ত করেন। নির্ধারিত সময়ের ১০ মিনিট পরে পরীক্ষা শুরু হয়। অপরদিকে আহত পরীক্ষার্থী চিকিৎসা নিয়ে প্রায় আধ ঘণ্টা পরে পরীক্ষায় অংশ নেয়। এ ঘটনায় কেন্দ্রসচিব হুমায়ন কবির অভিযুক্ত শিক্ষক আবুল হোসেনকে সকল প্রকার পরীক্ষা থেকে অব্যাহতি দেন। আহত পরীক্ষার্থী শহরের ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্র ও সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি গ্রামের জব্বার মৃধার ছেলে। মাদারীপুর সদর ইউএনও সাইফুদ্দিন গিয়াস জানান, অভিযুক্ত শিক্ষককে পরীক্ষার সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।