রংপুর চিড়িয়াখানা চলছে বুড়ো প্রাণীদের নিয়ে

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

আবেদুল হাফিজ, রংপুর
রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানার প্রধান ফটক -যাযাদি
বুড়ো প্রাণীদের নিয়েই চলছে রংপুর সরকারি বিনোদন উদ্যান ও চিড়িয়াখানা। এর সঙ্গে প্রাণী সংকট ও জোড়াবিহীন প্রাণীসহ নানা কারণে আকর্ষণ হারাতে বসেছে চিড়িয়াখানাটি। ফলে দর্শনার্থীদের মধ্যে আগ্রহে পড়েছে ভাটা। এদিকে দর্শনার্থীদের আকর্ষণ আরও বাড়াতে প্রাণী চাহিদার তালিকা ঢাকায় পাঠানো হলেও কোনো কাজ হচ্ছে না। চিড়িয়াখানা সূত্র জানায়, রংপুর সরকারি চিড়িয়াখানায় বর্তমানে ৩৩টি প্রজাতির ২১৬টি পশু পাখি রয়েছে। এসব প্রাণীর মধ্যে কোনোটির আয়ুষ্কাল শেষ হয়েছে অনেক আগেই। কোনোটির আবার জোড়া নেই। রয়েছে প্রাণী সংকট। দর্শনার্থীরা জানিয়েছেন, এই চিড়িয়াখানায় উলেস্নখযোগ্য প্রাণীর খুবই অভাব। বিশেষ করে জেব্রা, জিরাফ, হায়েনা, ক্যাঙ্গারু, ইমপেলার, চিতা বাঘ, গয়াল, হাতি, গন্ডার প্রতিষ্ঠাকাল থেকেই নেই। বয়সের ভারে অনেক প্রাণী মারা গেলে তা আর পূরণ হয় না। ফলে অনেক প্রাণীর অভাবে আকর্ষণ কমতির দিকে। অনেকে ভুলেও চিড়িয়াখানাতে প্রবেশ করতে চায় না। সূত্র জানায়, বাঘ, ভালস্নুক, পুরুষ সিংহ, মদনটেক, জলহস্তি, কুমির ও বানর তিনটের আয়ুষ্কাল অনেক আগেই শেষ হয়েছে। বয়সের ভারে অনেকটা তারা নুব্জ হয়ে গেছে। যখন তখন তাদের প্রাণ বায়ু বেরিয়ে যেতে পারে। এদিকে, মহিলা বাঘ, ভলস্নুক, জলহস্তি, হনুমান, সজারু ও উটপাখি জোড়াবিহীন চলছে। জোড়া না থাকায় তারা অসহায় জীবনযাপন করছে। চিড়িয়াখানা সূত্র আরও জানায়, একাধিকবার চাহিদা পাঠানো হলেও কোনো কাজ হয় না। একই পদ্ধতিতে নতুন কিউরেটর এসে চাহিদা পাঠিয়ে দেন। এবারও চাহিদা পাঠানো হয়েছে, এর মধ্যে রয়েছে, ওয়াটারবাগ, চন্দনা, ময়ূর, রাজধনেশ, হনুমান, জেব্রা, জিরাফ, হায়েনা, বাঘ, সিংহ, জলহস্তি, ভালস্নুক ও কিশোয়ারী। খোঁজ নিয়ে জানা গেছে, প্রাণীর অনেক খাঁচা শূন্য রয়েছে। এর মধ্যে জিরাফের খাঁচাটি উলেস্নখযোগ্য। রংপুর সরকারি বিনোদন উদ্যান ও চিড়িয়াখানার কিউরেটর আমবার আলী তালুকদার যায়যায়দিনকে জানান, তিনি নতুন এসেছেন। প্রাণী সংকটের কারণে চাহিদার একটি তালিকা পাঠানো হয়েছে। কতটুকু কাজ হবে তা তিনি বলতে পারছেন না বলে জানান।