সিরিজ বোমা হামলা

ঝালকাঠিতে দুই জেএমবি সদস্যের যাবজ্জীবন

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

ঝালকাঠি প্রতিনিধি
২০০৫ সালে ঝালকাঠিতে সিরিজ বোমা হামলার ঘটনায় ২ জেএমবি সদস্যকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন- ঝালকাঠি বিকনা গ্রামের ইউনুস মলিস্নকের ছেলে জিয়াউর রহমান ওরফে জিয়া এবং রাজাপুর উপজেলার কেওতা গ্রামের মোশাররফ হোসেনের ছেলে ফরিদ হোসেন। বুধবার দুপুরে জেলা বিশেষ ট্রাইবু্যনাল-২ আদালতের বিচারক শেখ মো. তোফায়েল হাসান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। ঘটনার দীর্ঘ সাড়ে ১৪ বছর পর সাংবাদিকসহ মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণান্তে মামলার এ রায় দেয়া হয়। বিশেষ ট্রাইবু্যনাল-২ আদালতের অতিরিক্ত পিপি আসম মোস্তাফিজুর রহমান মনু জানান, ২০০৫ সালের ১৭ আগস্ট জেলা জজ আদালত চত্বর, জেলা প্রশাসক কার্যালয়, আইনজীবী সমিতি, সদর উপজেলা পরিষদ চত্বর ও বিকনা টেম্পোস্ট্যান্ডে বোমার বিস্ফোরণ ঘটায় জেএমবি। এতে সদর উপজেলা কার্যালয় বাড়ান্দার ঘটনাস্থল থেকে আহত রিকশাচালক ফরিদ হোসেনকে গ্রেপ্তার ও ঝালকাঠি থানার তৎকালীন ওসি সোহরাব আলী বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় ডিবি পুলিশ ২০০৯ সালে পূর্ণাঙ্গ তদন্ত শেষে জেএমবি সদস্য জিয়াউর রহমান ও ফরিদ হাওলাদারের বিরুদ্ধে চূড়ান্ত চার্জশিট দাখিল করে। উলেস্নখ্য, ওই আত্মঘাতী বোমা হামলায় আহত ঝালকাঠির দুই বিচারক সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ে আড়াই মাস পর ১৪ নভেম্বর নিহত হন। এ মামলায় জেএমবি প্রধান শায়খ আবদুর রহমানসহ ৭ শীর্ষ জঙ্গির ফাঁসির আদেশ হয়।