ফকিরহাটে ভূমি সচিব

বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন হতে চলেছে

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা
ভূমি মন্ত্রণালয়ের সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী বলেছেন, বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের সোনার বাংলা আজ বাস্তবায়িত হতে চলেছে। সবার একান্ত প্রচেষ্টা আর শততার কারণে এটি করা সম্ভব হয়েছে। তিনি মঙ্গলবার বিকালে বাগেরহাট জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ফকিরহাটের অর্গানিক বেতাগায়, মহিষ প্রজনন কেন্দ্র সম্প্রসারণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ প্রদান সম্পর্কিত অনলাইনে সেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি এ সময় আরও বলেন, আগামীতে দেশের প্রতিটি ইউনিয়নে ১টি করে ভূমি অফিস তৈরি করে জনগণের সেবা দোরগোড়াতে পৌঁছানো হবে। আগে জনগণ সেবা নেওয়ার জন্য সরকারের কাছে যেত এখন সরকার জনগণকে সেবা দিতে জনগণের দোর গোড়ায় পৌঁছে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখার জন্য জেলা প্রশাসনের প্রতি আহ্বানও জানান তিনি। জেলা প্রশাসক মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-সচিব দৌলতুজ্জামান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মিজানুর রহমান ও উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। বেতাগা ইউনিয়ন পরিষদের সিআইজি ফোরামের সাধারণ সম্পাদক নাজমুল হুদার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ইউএনও শাহনাজ পারভীন, জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আলীমুজ্জামান মিলন প্রমুখ। , সহকারী কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, সাংবাদিক বিষ্ণু প্রসাদ চক্রবর্তী প্রমুখ।