মাটি চুরির অপরাধে দুমকিতে চালকের কারাদন্ড

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা পটুয়াখালীর দুমকিতে নদীর তীরবর্তী চরের মাটি কেটে পাশের উপজেলার ইটভাটায় বিক্রির অপরাধে কালাম সর্দার (৩৫) নামে এক ট্রলার চালককে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় ইউএনও অফিসে সহকারী কমিশনার (ভূমি) আল-ইমরানের ভ্রাম্যমাণ আদালত তাকে এ দন্ড দেন। কালাম সর্দার সাতক্ষীরার শিওয়ালা গ্রামের খালেক সর্দারের ছেলে। জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার পাতাবুনিয়া নদীর তীরবর্তী চরের মাটি কেটে নেয়ার সময় মাটিভর্তি ট্রলারসহ কালাম সর্দারকে আটক করে পুলিশ। পরে সন্ধ্যায় তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাকে এক মাসের কারাদন্ডের আদেশ দেন।