চান্দিনায় শহিদ মিনার নেই ২৬ স্কুলে

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

চান্দিনা (কুমিলস্না) সংবাদদাতা
ভাষা আন্দোলনের ৬৮ বছরেও শতভাগ বিদ্যালয়ে শহিদ মিনার নির্মাণের উদ্যোগ নেয়নি সরকার। কুমিলস্নার চান্দিনা উপজেলার ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখনও নির্মিত হয়নি ভাষা শহিদের স্মৃতিচিহ্ন শহিদ মিনার! ৫২'র ভাষা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন চান্দিনার গর্বিত সন্তান ভাষা সৈনিক আব্দুল জলিল। যে উপজেলায় এমন একজন ভাষা সৈনিকের জন্ম ওই উপজেলার সব বিদ্যালয়ে সরকারিভাবে শহিদ মিনার স্থাপনের উদ্যোগ আজও গড়ে ওঠেনি। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ১৩৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১০টিতে স্থানীয়দের উদ্যোগে শহিদ মিনার নির্মাণ করা হয়েছে। এখনও ২৬টি বিদ্যালয়ে শহিদ মিনার গড়ে ওঠেনি। ওইসব বিদ্যালয়ের শিক্ষার্থী জানে না শহিদ মিনারের তাৎপর্য। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, পুরানো সব প্রাথমিকে শহিদ মিনার নির্মাণ নিশ্চিত হলেও সদ্য জাতীয়করণ এবং 'বিদ্যালয়হীন গ্রামে নতুন বিদ্যালয়' প্রজেক্টে গড়ে ওঠা অধিকাংশে নির্মাণ হয়নি। বেশ কয়েকটি পুরানো সরকারি প্রাথমিকে এখনও শহিদ মিনার গড়ে ওঠেনি। এর মধ্যে রয়েছে এতবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাদুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোমরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নবাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলা শিক্ষাকর্মকর্তা আব্দুলস্নাহ আল মামুন জানান, প্রাথমিক বিদ্যালয়ে শহিদ মিনার নির্মাণে সরকারি কোনো বরাদ্দ নেই। প্রধান শিক্ষকরা পরিচালনা পর্ষদ ও স্থানীয় শিক্ষানুরাগীদের সম্পৃক্ত করে ১১০টি বিদ্যালয়ে শহিদ মিনার নির্মাণ করেছেন। \হতিনি আশা করেন এক বছরের মধ্যে চান্দিনায় শতভাগ স্কুলে শহিদ মিনার স্থাপন হবে।