ইভটিজিংয়ের দায়ে কিশোরের কারাদন্ড

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রামের রাজারহাটে ইভটিজিংয়ের দায়ে রাসেল ইসলাম (১৬) নামের এক কিশোরকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার ভ্রমা্যমাণ আদালতের বিচারক নির্বাহী কর্মকর্তা যোবায়ের হোসেন এ দন্ডাদেশ দেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেরর্ যালিতে রাজারহাট ফাজিল মাদ্রাসার ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।র্ যালি শেষে ফেরার পথে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে ৫ থেকে ৭ জন কিশোর এসে তাদের পথ রোধ করে উত্যক্ত করতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। এ সময় রাসেলকে আটক করে থানায় নিয়ে আসে। পরদিন শনিবার ইউএনও ঘটনার সত্যতা পেয়ে ওই যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। রামেল উপজেলার খুলিয়াতারী গ্রামের আব্দুস সালামের ছেলে।