টাঙ্গাইলে বাবা হত্যার দায়ে ছেলেসহ চারজনের ফাঁসি

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
টাঙ্গাইলে বাবা আব্দুল আওয়াল (৭০) খুনের মামলায় ছেলে আসাদুজ্জামান মিয়াসহ চারজনকে মৃতু্যদন্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। রোববার দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা দায়রা ও জজ দ্বিতীয় আদালতের বিচারক ফারজানা ফেরদৌস এ রায় দেন। আদালত পরিদর্শক তানবীর আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। দন্ডপ্রাপ্তরা হচ্ছেন-মির্জাপুর উপজেলার ভাঙ্গুরি দক্ষিণপাড়া গ্রামের নিহতের ছেলে আসাদুজ্জামান মিয়া (৪২), নাগরপুরের ভাড়রা গ্রামের মৃত হযরত আলীর ছেলে লুকিম উদ্দিন (৪০), জসিম মিয়ার ছেলে আব্দুল মান্নান (৪০) এবং মীর কুটিয়া গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে জহিরুল ইসলাম (৫৫)। দন্ডপ্রাপ্তরা পলাতক রয়েছেন। জমিসংক্রান্ত বিরোধের জেরে ২০১৩ সালের ৩০ জুলাই রাতে ছেলে আসাদুজ্জামান তিন সহযোগী নিয়ে বাবা আওয়ালকে গলা কেটে হত্যা করেন। পরদিন সকালে নিহতের বোন জুলেখা বেগম ওই বাড়িতে গিয়ে ভাইয়ের গলাকাটা লাশ দেখতে পান। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় মির্জাপুর থানার এসআই শ্যামল কুমার দত্ত বাদী হয়ে ২০১৩ সালের ১ আগস্ট পাঁচজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে দন্ডিত চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা ডিবি পুলিশের ওসি শ্যামল কুমার দত্ত বলেন, দন্ডপ্রাপ্ত আসাদুজ্জামান মামলার বাদী ছিলেন। পরে তদন্তে তার নাম বেরিয়ে এলে তিনি পালিয়ে যান।