মাত্রাইয়ে স্বাস্থ্য কেন্দ্রে দুর্ঘটনার আশঙ্কা

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

কালাই (জয়পুরহাট) সংবাদদাতা
জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের ঝুঁকিপূর্ণ 'স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পুরাতন ভবনটির দক্ষিণ-পশ্চিম পাশ দেবে যাওয়ায় তা হেলে পড়েছে। বিভিন্ন কক্ষের ছাদের পলেস্তারা (পস্নাস্টার) খসে পড়েছে। ভবনের দেয়ালের বিভিন্ন অংশে ফাটল ধরেছে। ফলে, যে কোনো সময় ভবন ধসসহ বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। \হজানা গেছে, ১৯৯৬ সালে নির্মিত উপজেলার মাত্রাই ইউনিয়ন 'স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সীমানা প্রাচীর ঘেঁষে উত্তর ও পশ্চিম পাশে খনন করা হয়েছে পুকুর। ফলে ভবনের দক্ষিণ-পশ্চিম পাশের কিছু অংশ দেবে গিয়ে হেলে পড়েছে। এতে ফাটল ধরেছে বিভিন্ন অংশে। ভবনের বিভিন্ন কক্ষের ছাদের পলেস্তারা (পস্নাস্টার) খসে পড়েছে। এর মধ্যেই ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা। চিকিৎসা নিতে আসা রোগী, চিকিৎসক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা ভবনের জরাজীর্ণ এ অবস্থায়, দুর্ঘটনার আশঙ্কায় সব সময় আতঙ্কে থাকেন। মাত্রাই 'স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে' চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, ভবনটির দু'পাশ ঘেঁষে খনন করা হয়েছে পুকুর। এর প্রভাবে ওই ভবনের কিছু অংশ দেবে গেছে। ভবনের জরাজীর্ণ অবস্থা দেখে তারা সব সময় বড় ধরনের দুর্ঘটনার ভয়ে থাকেন। তাদের দাবি দ্রম্নত একটি নতুন ভবন নির্মাণ করা হোক। মাত্রাই উপ-স্বাস্থ্য কেন্দ্রের প্রধান ডা. হুমায়ুন রশিদ জানান, বিকল্প উপায় না থাকায়, ঝুঁকি নিয়েই প্রতিদিন গড়ে দেড় শত রোগীকে চিকিৎসা সেবা দেন তারা। উন্নত সেবার জন্য নতুন একটি ভবন ছাড়াও প্রয়োজন- বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি, রোগীর অনুপাতে ওষুধ, সার্জিকাল কাজের জন্য আলাদা রুম এবং লোকবল।