মহাদেব হত্যাকান্ডের রহস্য উৎঘাটন হয়নি ১৬ দিনেও

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা
পাবনার সাঁথিয়ায় ব্যবসায়ী মহাদেব সরকার হত্যার ঘটনায় পুলিশ বিগত ১৬ দিনে কাউকে আটক করতে পারেনি। এমনকি ঘটনার কোনো ক্লু উদ্ধার করতে সক্ষম হয়নি। এ হত্যাকান্ড নিয়ে থানা পুলিশ ছাড়াও পুলিশের গোয়েন্দা বিভাগও কাজ করছে। ঘটনার বিবরণে প্রকাশ উপজেলার পুন্ডুরিয়ার বাঐটোলা গ্রামের মৃত নিতাই সরকারের ছেলে মহাদেব সরকার বাজারে রড-সিমেন্টের ব্যবসা করত। ঘটনার দিন ৮ ফেব্রম্নয়ারি শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হন মহাদেব। তিনি বাড়ির কাছে পৌঁছামাত্র ওঁৎপেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে মহাদেব সরকারের বুকে এবং পেটে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এ সময় মহাদেবের চিৎকারে পরিবারের লোকজন দৌড়ে এসে তাকে হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রোববার নিহত মহাদেবের স্ত্রী স্বপ্না খাতুন বাদী হয়ে সাঁথিয়া থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা করেন। এ ঘটনার পর থেকেই পুলিশ হত্যাকান্ডের ক্লু উৎঘাটনের চেষ্টা করলেও গেল ১৬ দিনে কোনো আসামি আটক করতে পারেনি পুলিশ। পুলিশ জানায়, হত্যাকান্ডের সময় দুর্বৃত্তরা তাদের ব্যবহৃত একটি গায়ের চাদর রেখে যায়। চাদরের সূত্র ধরে পুলিশ ক্লু উদ্ধারের চেষ্টা চলছে। বর্তমানে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে হত্যাকান্ডের ক্লু উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে জানায় পুলিশ। এ দিকে গত ১৬ দিনেও হত্যার রহস্য উদঘাটন না হওয়ায় খুবই উদ্বেগ ও শঙ্কায় রয়েছে মহাদেবের পরিবার।