নবীগঞ্জে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

জিপিএ-৫ এর উন্মাদনা থেকে বের হতে হবে

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জে কলেজের নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি -যাযাদি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। ভবিষ্যতে এই অগ্রগতি অব্যাহত রাখবে আজকের শিক্ষার্থীরা। তাই সরকার দক্ষতা সম্পন্ন পরবর্তী প্রজন্ম গড়তে চায়। সেজন্য শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। তিনি বলেন, সবারই অনার্স পড়ার দরকার নেই। আমরা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে চাই। সেজন্য তথ্য-প্রযুক্তির শিক্ষাকে প্রাধান্য দেয়া হচ্ছে। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বার্থে কারিগরি শিক্ষার দিকে সবাইকে আগ্রহী হতে হবে। গতকাল রোববার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজে নতুন ভবনের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির, হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, সংরক্ষিত নারী আসনের এমপি সৈয়দা জহুরা আলাউদ্দিন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন দিনারপুর কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ইমদাদুর রহমান মুকুল। কলেজ পরিচালনা কমিটির সভাপতি ডা. আব্দুল হাই চৌধুরী এতে সভাপতিত্ব করেন। সংবর্ধনা ও সুধী সমাবেশের পূর্বে দিনারপুর কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন ও অপর ভবন নির্মাণ কাজের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শিক্ষামন্ত্রী।