শুদ্ধ সুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা -যাযাদি
গোপালগঞ্জে শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে গোপালগঞ্জ পৌরপার্কে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। প্রতিযোগিতায় প্রাথমিকে প্রথম হয়েছে কোটালীপাড়ার ৩২ নং কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২য় হয়েছে মুকসুদপুরের ১ নং টেংরাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তৃতীয় হয়েছে শহরের সোনালি স্বপ্ন একাডেমি, মাধ্যমিকে প্রথম হয়েছে শহরের সরকারি বিণাপাণি বালিকা উচ্চবিদ্যালয়, ২য় হয়েছে সরকারি কোটালীপাড়া ইনস্টিটিউশন ও তৃতীয় হয়েছে কাশিয়ানী জিসি পাইলট উচ্চবিদ্যালয় এবং কলেজপর্যায়ে প্রথম হয়েছে শহরের বঙ্গবন্ধু সরকারি কলেজ, ২য় হয়েছে কোটালীপাড়ার রামশীল কলেজ ও তৃতীয় হয়েছে টুঙ্গিপাড়ার ড. ইমদাদুল কলেজ। জেলাপর্যায়ের এই প্রতিযোগিতায় গোপালগঞ্জের ৫টি উপজেলার ৫টি প্রাথমিক, ৫টি মাধ্যমিক ও ৫টি কলেজ অংশ নেয়। এসব শিক্ষাপ্রতিষ্ঠান এর আগে উপজেলাপর্যায়ের প্রতিযোগিতায় প্রথম হয়েছিল।