রাঙ্গাবালীতে দুদকের গণশুনানি

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে করা ২০টি অভিযোগের গণশুনানি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে অভিযুক্ত কর্মকর্তা সরাসরি উপস্থিত হয়ে অভিযোগের জবাব দেন। পরে প্রত্যেকটি অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়া হয়। এ অভিযোগের শুনানি করেন দুদকের কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম। জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় গণশুনানিতে উপস্থিত ছিলেন দুদকের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক জুলফিকার আলী, পুলিশ সুপার মইনুল হাসান, দুদকের জেলা কার্যালয়ের উপপরিচালক ওয়াজেদ আলী গাজী, ইউএনও মো. মাশফাকুর রহমান, রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ প্রমুখ।