প্রাথমিকের সহ. শিক্ষকদের মানববন্ধন

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

স্বদেশ ডেস্ক
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৮ এর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য প্যানেল গঠন করে নিয়োগের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে সহকারী শিক্ষকরা। 'প্যানেলে নিয়োগ চাই বাস্তবায়ন কমিটি'র উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর: গাজীপুর: গাজীপুরে সোমবার সকালে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ভাইভায় অনুত্তীর্ণ প্রার্থীরা মানববন্ধন ও প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করেছে। গাজীপুর জেলা প্যানেল বাস্তবায়ন কমিটির উদ্যোগে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভাওয়াল রাজবাড়ি সড়কে দুই ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কমিটির সভাপতি সুমনা আকন্দ, সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিন, সদস্য সুলতানা আক্তার, মালিহা আক্তার, ঈশিতা আক্তার, মো. রাসেল রানা, মাসুদ রানা, মো. ফরহাদসহ শতাধিক সদস্য ওই মানববন্ধনে অংশ নেন। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেয়। ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্যানেল গঠন করে নিয়োগ দেয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ-২০১৮ প্যানেল চাই জেলা কমিটি। সোমবার দুপুরে শহরের চৌরাস্তা মোড়ে ওই কমিটির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে ২০১৮ সালের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে উত্তীর্ণ জেলা উপজেলার বিভিন্ন স্তরের প্রার্থীরা অংশগ্রহণ করেন। জেলা কমিটির সভাপতি দেবদাশের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, জেলা কমিটি সাধারণ সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক ফারজানা আক্তার জুলি, সদস্য মকসেদুল আলম, বালিয়াডাঙ্গী উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তফিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তাওমীন তিনারসহ অন্যরা। বরিশাল: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৮ এর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য প্যানেল গঠন করে নিয়োগের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের কামনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদররোডে প্যানেলে নিয়োগ চাই বাস্তবায়ন কমিটির বরিশাল জেলার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ইতিপূর্বে ২০১০, ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে প্যানেল গঠন করা হলেও ২০১৮ সালের নিয়োগ কার্যক্রমে প্যানেল গঠনের জন্য এখনো পর্যন্ত কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। নাটোর: নাটোরে প্যানেলের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা। সোমবার নাটোর প্রেসক্লাবের সামনে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্যানেল চাই কমিটির ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনকালে বক্তব্য রাখেন প্যানেল বাস্তবায়ন কমিটির সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক নাজমুল হাসান রনি, শারমিন আক্তার, জাকিয়া সুলতানাসহ নেতৃবৃন্দ। পাবনা: পাবনা থেকে ২০১৮ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্যানেল গঠনের জন্য দ্রম্নত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী সবার নিয়োগের দাবিতে মানববন্ধন প্রদর্শন করেছেন নিয়োগ প্রত্যাশীরা। সোমবার সকালে পাবনা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন প্যানেল বাস্তবায়ন কমিটির পাবনা জেলা শাখার সভাপতি শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক খোকন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম হোসেন, প্রচার সম্পাদক টুম্পা খাতুন প্রমুখ।