ইউনিভার্সিটি অব বি.বাড়িয়ার কার্যক্রম শুরু আজ

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন র আ ম উবাইদুল মোকতাদির চৌধুরী এমপি -যাযাদি
সমাজ পরির্বতনের শ্লোগানে ও উচ্চ শিক্ষার প্রসারে ব্রাহ্মণবাড়িয়ায় নব-প্রতিষ্ঠিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষা কার্যক্রম আজ বুধবার আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে। বুধবার বিকাল ৪টায় শহরের দাতিয়ারা বাইপাস রোডে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের সামনে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান র.আ.ম.উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী (নওফেল)। স্বাগত বক্তব্য রাখবেন ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার উপাচার্য (প্রস্তাবিত) অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখবেন ট্রেজারার প্রফেসর ফাহিমা খাতুন, ট্রাস্টি ও ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট কামরুল ইসলাম, ট্রাস্টি অধ্যাপক ড. দেলোয়ার হোসেন। এদিকে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া'র শিক্ষা কার্যক্রম উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার দুপুরে ইউনিভার্সিটির হলরুমে সাংবাদিকদের সাথে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান র.আ.ম.উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বিবিএ, এমবিএ, ইংরেজী ও সমাজবিজ্ঞান বিষয়ে পাঠদানের অনুমতি দিয়েছেন। আগামী মার্চ মাসের ১৫ তারিখের মধ্যে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে পাঠদানের অনুমতি পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ডঃ মোঃ শামসুল আলম, ট্রাস্টি বোর্ডের সদস্য মোঃ আলমগীর মিয়া, আখতারুজ্জামান, সৈয়দ এহতেশামুল বারী তানজিলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।